ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দে আ’লীগের বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৮-২৮ ১৪:৩০:০৬
রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল ২৮শে আগস্ট বিকালে গোয়ালন্দ পৌরসভার ১ নং ওয়ার্ডের হাউলি কেউটিল মাস্টারপাড়া এলাকায় উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার কাউন্সিলর নিজাম উদ্দিন শেখের বাড়ীর সামনে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করেছে বিএনপি -মাতৃকণ্ঠ।

রাজবাড়ীর গোয়ালন্দে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা উপেক্ষা করে পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালন করেছে বিএনপি। 
   গতকাল ২৮শে আগস্ট বিকালে গোয়ালন্দ পৌরসভার ১ নং ওয়ার্ডের হাউলি কেউটিল মাস্টারপাড়া এলাকায় উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার কাউন্সিলর নিজাম উদ্দিন শেখের বাড়ীর সামনে তারা এই বিক্ষোভ সমাবেশ পালন করে। উপজেলা বিএনপি সভাপতি ও পৌরসভার কাউন্সিলর নিজাম উদ্দিন শেখের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদের সঞ্চালনায় সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত হোসেন, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। 
   উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ বলেন, প্রথমে তারা গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা শহীদ ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব প্রাঙ্গণে সমাবেশ করার ঘোষণা দেই। পরে যুবলীগও সেখানে সমাবেশ করবে বলে শনিবার বিকালে মাইকিং করে। এ জন্য সংঘাত এড়াতে আমরা প্রপার হাই স্কুলের মাঠ বেছে নেই। আমাদের নেতাকর্মীরা সেখানে জড়ো হলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় গিয়েও মিছিল ও মোটর সাইকেলের মহড়া দেয়। পরে আমরা আমার বাড়ীর সামনে আমাদের পূর্ব নির্ধারিত সমাবেশ পালন করি। 
   গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, প্রপার হাই স্কুলের কাছে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়। একই সময়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সেখান দিয়ে মিছিল নিয়ে যায়। উভয় দলের মধ্যে যাতে কোন প্রকার শিশৃঙ্খলার সৃষ্টি বা সংঘাত না হয় সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ