ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গোয়ালন্দের ২টি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের জরিমানা
  • মইনুল হক মৃধা
  • ২০২২-০৮-৩০ ১৫:৫৭:৩১
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গতকাল ৩০শে আগস্ট বিকালে গোয়ালন্দ উপজেলার ২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় -মাতৃকণ্ঠ।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ৩০শে আগস্ট বিকালে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 
  অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় হাসপাতাল ও ক্লিনিক নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দ বাজার এলাকার মা হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাবকে ৩হাজার টাকা এবং গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকার ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টারকে ২হাজার টাকা জরিমানা করা হয়।
  গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহ্ মোঃ শরীফ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর কামাল হোসেন এবং গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ