ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
রাজবাড়ী সদরের কোলার হাট বাজারের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৮-৩১ ১৪:৫১:৪৮
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে গতকাল ৩১শে আগস্ট রাজবাড়ী সদর উপজেলার কোলার হাট বাজারের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে -মাতৃকণ্ঠ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি অভিযানে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের কোলার হাট বাজারের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  গতকাল ৩১শে আগস্ট অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ ও মোড়কজাত সংশ্লিষ্ট বিধিমালা ভঙ্গের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় বাজারের আরোগ্য মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মন্ডল ফার্মেসীকে ৫ হাজার টাকা এবং মামুন স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি এবং ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 
  রাজবাড়ী সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টরসহ পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ