ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
করোনা ও আম্পান মোকাবেলায় যশোর সেনানিবাসের বিরামহীন প্রচেষ্টা অব্যাহত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-১১ ১৭:৪৪:৫৮

করোনা ও আম্পান পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় যশোর সেনানিবাসের সেনা সদস্যদের বিরামহীন প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 
   সেনা প্রধানের নির্দেশনা অনুযায়ী যশোর অঞ্চলের জেলাগুলোর স্থানীয় প্রশাসনকে সহায়তা, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাইকিং ও প্ল্যাকার্ড হাতে মানুষকে সচেতন করা, দুস্থ-অসহায় মানুষকে চিকিৎসা সেবা প্রদান, ত্রাণ বিতরণ, গর্ভবতী মায়েদের মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবা প্রদান, স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহন চলাচল মনিটরিং, মাস্ক ও হ্যান্ড গ্লোভস ব্যবহারে উৎসাহিত করা, স্বাস্থ্য বিধি সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নের প্রচেষ্টা ও প্রান্তিক কৃষকদের মধ্যে উন্নত জাতের বীজ বিতরণের পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকার বেড়ী বাঁধ মেরামতের কাজ এগিয়ে নেয়া, দুর্গতদের মধ্যে শুকনা খাবার, সুপেয় পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছেন যশোর সেনানিবাসের সেনা সদস্যরা। 

পদ্মা নদীর সুজানগরের অংশে অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান॥ড্রেজার মেশিন জব্দ
 জামায়াত-শিবির-বিএনপির তান্ডব বন্ধে সহযোগিতা কামনা করে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
মধুখালী উপজেলার পঞ্চপল্লীর  ঘটনাস্থল পরিদর্শনে দুই মন্ত্রী
সর্বশেষ সংবাদ