আগামী ১৭ই অক্টোবর রাজবাড়ীসহ সারা দেশের ৬১টি জেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ এবং জেলা আওয়ামী লীগের সম্মেলন পরবর্তী প্রস্তাবিত কমিটির অন্যতম সহ-সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ।
গতকাল ৬ই সেপ্টেম্বর বেলা ১১টার দিকে তিনি ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কর্মী-সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।
একেএম শফিকুল মোরশেদ আরুজের পিতা মরহুম গওহার উদ্দিন মন্ডল ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং পাংশা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও তৎকালীন গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগ ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি পাংশা সরকারী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শফিকুল মোরশেদ আরুজের বড় ভাই মরহুম মনজুর মোরশেদ সাচ্চু মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর গোয়ালন্দ মহকুমার প্রধান ছিলেন। পরবর্তীতে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
পাংশা উপজেলার ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান একেএম শফিকুল মোরশেদ আরুজ ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতের পর দলের চরম দুঃসময়ে তিনি পাংশা কলেজ ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উক্ত হল ছাত্র সংসদ নির্বাচনে জি.এস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিষয়ে অনার্স-মাস্টার্স (¯œাতকোত্তর) সম্পন্ন করেন। ১৯৮৫ সালে তিনি পাংশা কলেজে সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক পদে যোগদান করেন এবং একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। ১৯৯২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত একটানা ২৩ বছর পাংশা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে এবং ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা ও পাংশা উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য এবং জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির অন্যতম সহ-সভাপতি।
তিনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনসহ দলের সকল আন্দোলন-সংগ্রামে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেন। এছাড়াও তিনি জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের ৪টি সংসদ নির্বাচন পরিচালনা কমিটির (১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮) আহ্বায়ক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। বিএনপি-জামাত জোট সরকারের সময় ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলার পর তিনি জীবনের ঝুঁকি উপেক্ষা করে পাংশায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেন এবং ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের পর তার মুক্তির দাবীতে বৃহত্তর পাংশায় আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন। বর্তমানেও তিনি দলীয় সকল কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ দেশ গড়ার ভিশন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। জেলা আওয়ামী লীগের কান্ডারী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির নেতৃত্বে দীর্ঘদিন ধরে তিনি সকল রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।
একেএম শফিকুল মোরশেদ আরুজ ১৯৫৮ সালের ৩১শে অক্টোবর বর্তমান পাংশা পৌর শহরের ৩নং ওয়ার্ডের গুধিবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স করার পূর্বে পাংশার বাঁশআড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, পাংশা জর্জ হাই স্কুল থেকে মাধ্যমিক ও পাংশা কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৮৫ সালে পাংশা কলেজে প্রভাষক হিসেবে যোগদানের পর ২০০২ সালে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান এবং ২০০৮ সালে একই কলেজের উপাধ্যক্ষ ও ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সফলভাবে অধ্যক্ষের দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি ২পুত্র ও ১কন্যা সন্তানের জনক। বড় ছেলে তানজিম মোরশেদ অন্তু বিডিএস ডিগ্রী অর্জনের পর বর্তমানে ডেন্টিস্ট (দন্ত চিকিৎসক) হিসেবে ইন্টার্নী করছেন। ছোট ছেলে তানজীদ মোরশেদ অমি রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবং একমাত্র মেয়ে তানজিলা মোরশেদ অবন্তী ঢাকার হলি ক্রস কলেজে অধ্যয়নরত। স্ত্রী লুবনা নাসরিন বাঁশআড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। ৬ ভাই ও ৯ বোনের সবাই স্ব-স্ব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। ছোট ভাই আমিরুল মোরশেদ খসরু স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক। ছোট বোন উম্মে সালমা তানজিয়া বর্তমানে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক(যুগ্ম-সচিব) এবং ফরিদপুরের সাবেক সফল জেলা প্রশাসক। তার (তানজিয়া) স্বামী মোঃ মোখলেছুর রহমান ঢাকা সেন্ট্রাল মেডিকেল স্টোরের পরিচালক(যুগ্ম-সচিব) এবং গোপালগঞ্জের সাবেক জেলা প্রশাসক। আরেক ছোট ভাই শরিফুল মোর্শেদ রঞ্জু পাংশা সরকারী কলেজের সহকারী অধ্যাপক এবং কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক। অন্যান্য ভাই-বোনদের মধ্যে প্রকৌশলী রফিকুল মোরশেদ সুরুজ বেসরকারী প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরত, বোন সাজেদা খাতুন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, মরহুমা সাহিদা আহমেদ পাংশা উপজেলা পরিষদের দুই দুইবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান, আনজু মনোয়ারা খাতুন ঢাকার মোহাম্মদপুরে মায়ের নামে প্রতিষ্ঠিত রাবেয়া গওহার স্কুলের অধ্যক্ষ, শাহনাজ বেগম কুষ্টিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আসমাউল হুসনা বরিশাল বিএম কলেজের সহযোগী অধ্যাপক এবং মমতাজ বেগম গৃহিনী। বোন শাহনাজ বেগমের স্বামী তৌহিদুল ইসলাম আইএফআইসি ব্যাংকের খুলনা রিজিওনাল ম্যানেজার, আসমাউল হুসনার স্বামী আব্দুল বাতেন চৌধুরী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান, সাজেদা খাতুনের স্বামী সিদ্দিকুর রহমান অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, সাহিদা আহমেদের স্বামী নাজিম উদ্দিন আহমেদ অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা(বিসিএস ফিশারিজ), মমতাজ বেগমের স্বামী আবুল বাশার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এবং আনজু মনোয়ারা খাতুনের স্বামী মরহুম প্রকৌশলী সাইদুর রহমান জনতা ব্যাংকের ডিজিএম ছিলেন। ভাগ্নে-ভাগ্নিদের মধ্যে মরহুমা বড় বোন খুরশিদা বেগমের বড় ছেলে জগলুল পাশা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, মেয়ে সেলিনা নাহার ইডেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক, আরেক ছেলে আজমল আল বাহার বিশ্বাস পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (পর পর ২বার নির্বাচিত), আরেক মেয়ে শামীমা নাহার সোনালী ব্যাংকের পাংশা শাখার সিনিয়র অফিসার; সাজেদা খাতুনের ছেলে তানভীর সিদ্দিক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রকৌশলী, মেয়ে সুমি মার্কেন্টাইল ব্যাংকের সিনিয়র অফিসার; সাহিদা আহমেদের মেয়ে সায়লা নওশাদ ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, ছেলে ডাঃ সুপ্রভ আহমেদ দ্বীপ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার; আরেক বোন মমতাজ বেগমের মেয়ে মুনতাহিনা পিথুলা সহকারী কমিশনার (বিসিএস প্রশাসন)। চাচাতো ভাই আব্দুল আলিম মন্ডল হাবাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউনিয়ন পরিষদের ৩বারের সাবেক নির্বাচিত চেয়ারম্যান। অন্যান্য ভাতিজা-ভাতিজী, ভাগ্নে-ভাগ্নিরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, বুয়েট, সরকারী মেডিকেল কলেজসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রয়েছে।
রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি একেএম শফিকুল মোরশেদ আরুজ বিভিন্ন শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ সমাজসেবামূলক কর্মকান্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন। তিনি পাংশা শাহ জুঁই কামিল মাদ্রাসা, হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়, চর ঝিকরী মকবুল হোসেন দাখিল মাদ্রাসা, পাংশা সৈয়দ বায়তুল্লাহ কিন্ডার গার্টেন ও পাংশা পুরাতন বাজার বাইতুন নূর জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সাথে জড়িত।
জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে একেএম শফিকুল মোরশেদ আরুজ বলেন, আমি জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জন্য কাজ করে আসছি। কিন্তু একজন জনপ্রতিনিধির পক্ষে যতটা কাজ করার সুযোগ থাকে তা কোন ব্যক্তির থাকে না। এ জন্যই দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের পরামর্শ ও অনুরোধে জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছি। আশা করি আমার দল ও দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনা আমার ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক অবদানের কথা বিবেচনা করে আমাকেই মনোনয়ন দিবেন। মনোনয়ন পেলে আমার বিজয় সুনিশ্চিত বলে আমি মনে করি। নির্বাচিত হলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ সর্বস্তরের জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে সততার সাথে স্বচ্ছভাবে জেলা পরিষদ পরিচালনা করবো। দলীয় নেতাকর্মীদের যথাযথভাবে মূল্যায়নের পাশপাশি সকল শ্রেণী-পেশার মানুষ আমার কাছে সমান সুযোগ ও মর্যাদা পাবে। জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ দেশ গড়ার ভিশন বাস্তবায়নে আত্মনিয়োগ করবো।
উল্লেখ্য, রাজবাড়ী জেলা পরিষদের মোট ভোটার ৬০০ জন। তারা সবাই নির্বাচিত জনপ্রতিনিধি। তাদের মধ্যে পাংশার যশাই ও পাট্টা ইউনিয়নের ২জন ইউপি সদস্য মারা যাওয়ায় এবার ৫৯৮ জন ভোটার ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন। এবারের নির্বাচনে ১জন চেয়ারম্যানসহ ৫টি উপজেলায় ৫জন সাধারণ সদস্য, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলাতে ১জন করে সংরক্ষিত মহিলা সদস্য, এছাড়া পাংশা-বালিয়াকান্দি-কালুখালী তিন উপজেলা মিলে ১জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবে। জেলার ৫টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।
এর মধ্যে রাজবাড়ী-১ সংসদীয় এলাকার (সদর ও গোয়ালন্দ) চেয়ে রাজবাড়ী-২ সংসদীয় এলাকায় (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) ভোটারের সংখ্যা অনেক বেশী, সেখানে শফিকুল মোরশেদ আরুজের সমর্থনও বেশী। এছাড়া দলের ত্যাগী ও সুপরিচিত নেতা হওয়ায় রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলাতেও তার সমর্থন রয়েছে।
২০১৬ সালে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করে ব্যাপক আলোচনায় আসেন। আসন্ন নির্বাচনে জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তিনি এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।