রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের পৃথক অভিযানে গত ৭ই সেপ্টেম্বর রাতে থানা এলাকা থেকে ছিনতাইকারী, মাদক বিক্রেতা ও মামলার পলাতক আসামীসহ ৩জন গ্রেফতার হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা ও ছিনতাই হওয়া ১টি মোবাইল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো-গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর উজানচর নতুনপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে হারুন বিশ্বাস(৩৮), দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়া গ্রামের মহিরদ্দিন ফকিরের ছেলে জহিরদ্দিন ফকির(২২) এবং ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাজনডাঙ্গা গুচ্ছগ্রামের মঞ্জু বেপারীর ছেলে রাকিব বেপারী(২২)। তাদের মধ্যে ছিনতাইকারী রাকিব বেপারীকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ছিনতাইকৃত ১টি মোবাইল ফোনসহ, মাদক ব্যবসায়ী হারুন বিশ্বাসকে ২ কেজি গাঁজাসহ নিজ বাড়ী থেকে এবং মামলার এজাহারনামীয় পলাতক আসামী জহিরদ্দিন ফকিরকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন জানান, গ্রেফতারকৃতদের গতকাল ৮ই সেপ্টেম্বর আদালতে সোপর্দ করা হয়।