ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
পাংশায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পুরাতন বাজারে ৫ দোকানীর জরিমানা
  • মোক্তার হোসেন
  • ২০২২-০৯-০৮ ১৪:৫৫:৪৩
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলীর নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার দুপুরে পাংশা পুরাতন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা পুরাতন বাজারে গতকাল ৮ই সেপ্টেম্বর দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ভোক্তা অধিকার আইনে ৫ জন দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
  জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পাংশা পুরাতন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
  অভিযানে ৫জন দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। পাংশা মডেল থানা পুলিশ ভ্রাম্যমান আদালতের কার্যক্রমে সহযোগিতা করে।
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনি ইচ্ছাকৃতভাবে পণ্যের মূল্যবৃদ্ধির সাথে জড়িত অসাধু ব্যবসায়ীদের হুশিয়ারী দেন।

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ