ঢাকা সোমবার, এপ্রিল ২৯, ২০২৪
রাজবাড়ীর মাধব লক্ষ্মীকোলে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুপাতো ভাই-বোনের মৃত্যু
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৯-১০ ১৪:৪২:০৩
রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের মাধব লক্ষ্মীকোল গ্রামে গতকাল ১০ই সেপ্টেম্বর বেলা ৩টার দিকে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের মাধব লক্ষ্মীকোল গ্রামে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। 
   গতকাল ১০ই সেপ্টেম্বর বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-মাধব লক্ষ্মীকোল গ্রামের রুবেল শেখের মেয়ে তাইবা খাতুন (৬) ও একই ইউনিয়নের (দাদশী) রঘুনাথপুর গ্রামের মাসুদ শেখের ছেলে সোয়াইব শেখ (৬)। তারা সম্পর্কে আপন মামাতো-ফুপাতো ভাই-বোন। 
   জানা গেছে, নানা বাড়ীতে বেড়াতে আসা শিশু সোয়াইব তার মামাতো বোন তাইবার সাথে বাড়ীর আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে বাড়ীর লোকজনের অগোচরে তারা বাড়ীর সামনের পুকুরে পানিতে পড়ে ডুবে যায়। পরবর্তীতে তাইবার দাদা তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে সঙ্গে সঙ্গে পুকুরে নেমে দু’জনকে উদ্ধার করে। এরপর তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
   নিহত তাইবার চাচা ও সোয়াইবের মামা সেলিম শেখ বলেন, ওরা বাড়ীর আঙিনায় খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ীর সামনের টিপুর পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। 
   নিহত তাইবার দাদী বলেন, তাইবার দাদা তাইবাকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার দিয়ে পানিতে নেমে ওদের দু’জনকে উদ্ধার করে। আমিও পুকুরে নেমে তাকে সহযোগিতা করি। 
   রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার) আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশু ২টি হাসপাতালে আনার আগেই মারা যায়।

রাজবাড়ীতে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা
রাজবাড়ী সফরে নির্বাচন কমিশনার মোঃ আলমগীর
রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ে রাজস্ব সম্মেলনসহ কয়েকটি সভা
সর্বশেষ সংবাদ