রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
দৌলতদিয়া পতিতাপল্লীর যৌনকর্মীদের নিয়ে কাজ করা স্থানীয় এনজিও মুক্তি মহিলা সমিতি (এমএমএস)-এর আলো প্রোগ্রামের আয়োজনে গতকাল ১২ই সেপ্টেম্বর বেলা ১১টায় সংস্থার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে এবং আলো প্রোগ্রামের কো-অর্ডিনেটর আঁখি আক্তারের সঞ্চালনায় সভায় মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য চম্পা বেগম, নুরজাহান বেগম, কলেজ শিক্ষক সালেহা আক্তার মোনা, গোয়ালন্দ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শামীম শেখ, দৌলতদিয়া ইউনিয়নের ম্যারেজ রেজিস্ট্রার আব্দুল জব্বার কাজী, স্থানীয় মসজিদের ইমাম শহিদুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।