ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
মাদকের তথ্য পেয়ে রাজবাড়ী বাজারের ফ্লেক্সিলোডের দোকানে ডিবির তল্লাশী
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৯-১৪ ১৪:৫১:০৩
রাজবাড়ী বাজারের পাটবাজার মোড় সংলগ্ন ‘পাপিন টেলিকম’ নামের একটি ফ্লেক্সিলোড ও বিকাশ-নগদের দোকানে মাদক বেচাকেনার গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ১৪ই সেপ্টেম্বর রাত ৮টার দিকে তল্লাশী চালায় ডিবি পুলিশ -মাতৃকণ্ঠ।

মাদক বেচাকেনার গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ১৪ই সেপ্টেম্বর রাত ৮টার দিকে রাজবাড়ী বাজারের পাটবাজার মোড় সংলগ্ন ‘পাপিন টেলিকম’ নামের একটি ফ্লেক্সিলোড ও বিকাশ-নগদের দোকানে তল্লাশী চালায় ডিবি পুলিশ। 
   ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল দোকানটিতে ব্যাপক তল্লাশী চালালেও কোনো মাদক না পেয়ে ফিরে যায়। এ সময় দোকানটির সামনে বিপুল সংখ্যক উৎসুক মানুষের ভীড় জমে। পরিস্থিতি সামাল দিতে রাজবাড়ী থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে ডিবি’কে সহযোগিতা করে। 
   ডিবি সূত্রে জানা গেছে, দোকানদার জনি মাদকের কারবার করে বলে তাদের কাছে তথ্য ছিল। এ জন্যই তারা দোকানটিতে তল্লাশী চালায়। তবে দোকানটিতে মাদক পাওয়া না গেলেও অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার জন্য তারা জনির ব্যবহৃত মোবাইল ফোন ও কম্পিউটারের হার্ডডিস্ক নিয়ে এসেছেন। তদন্তে অভিযোগের কোনো প্রমাণ পেলে তাকে তলব করে জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ