ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন জাহানারা আলী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৯-১৪ ১৪:৫১:৪১

যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন সহ-সভাপতি জাহানারা আলী। 
   জানা গেছে, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহানাজ বর্তমানে বাংলাদেশে অবস্থান করায় প্রথমে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় সহ-সভাপতি সেলিনা আজাদকে। কিন্তু তিনি শারীরিক ও পারিবারিক কারণে সহ-সভাপতি জাহানারা আলীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়ার অনুরোধ জানান। 
   জাহানারা আলী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ সোলায়মান আলীর সহধর্মিণী। তিনি ঢাকার সরকারী গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে বি.এ অনার্স পরীক্ষা দিয়ে ২০০০ সাল থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকাল থেকেই জড়িত। 
   জাতিসংঘের অধিবেশনে যোগদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাবেন। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা, জাতিসংঘে ভাষণ দেয়ার সময় শান্তি সমাবেশে উপস্থিতি ও ভার্চ্যুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি অনুরোধ জানিয়েছেন।

 

 পিপিপি প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে ঢাকা-টোকিও আলোচনা
চারদিনের সফরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ ঢাকা আসছেন
বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে চায় রাশিয়া
সর্বশেষ সংবাদ