ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ রাজবাড়ী জেলায় মোট পরীক্ষার্থী ১৪৬৮১ জন
  • আসাদুজ্জামান নুর
  • ২০২২-০৯-১৪ ১৪:৫৪:৫৭

আজ ১৫ই সেপ্টেম্বর থেকে সারা দেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। 
   এবার রাজবাড়ী জেলায় মোট পরীক্ষার্থী ১৪ হাজার ৬৮১ জন। তার মধ্যে ১১ হাজার ১৫৮ জন এসএসসি, ১ হাজার ৭১২ জন এসএসসি ভোকেশনাল এবং ১ হাজার ৮১১ জন দাখিল পরীক্ষার্থী। জেলায় মোট ২২টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হবে।  
   রাজবাড়ী সদর উপজেলায় মোট পরীক্ষার্থী ৪ হাজার ৪৮৩ জন। তার মধ্যে ৩ হাজার ৪৭৩ জন এসএসসি, ৫০৯ জন এসএসসি ভোকেশনাল এবং ৫৩৭ জন দাখিল পরীক্ষার্থী। 
   পাংশা উপজেলায় মোট পরীক্ষার্থী ৩ হাজার ৯১৬ জন। তার মধ্যে ২ হাজার ৬৪১ জন এসএসসি, ৬৫৭ জন এসএসসি ভোকেশনাল এবং ৬১৬ জন দাখিল পরীক্ষার্থী।
   বালিয়াকান্দি উপজেলায় মোট পরীক্ষার্থী ২ হাজার ৮২৫ জন। তার মধ্যে ২  হাজার ২০৪ জন এসএসসি, ৩৯১ জন এসএসসি ভোকেশনাল এবং ২৩০ জন দাখিল পরীক্ষার্থী।
   গোয়ালন্দ উপজেলায় মোট পরীক্ষার্থী ১ হাজার ৩৩৪ জন। তার মধ্যে ১ হাজার ৫৫ জন এসএসসি, ১৫৫ এসএসসি ভোকেশনাল এবং ১২৪ জন দাখিল পরীক্ষার্থী।
   কালুখালী উপজেলায় মোট পরীক্ষার্থী ২ হাজার ৮৯ জন। তার মধ্যে ১ হাজার ৭৮৫ জন এসএসসি এবং ৩০৪ জন দাখিল পরীক্ষার্থী। এ উপজেলায় ভোকেশনাল পরীক্ষার্থী কম হওয়ায় তারা অন্য উপজেলার মধ্যে পরীক্ষা দিচ্ছে। 
   রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান রিপন উল্লেখিত তথ্য জানান। তিনি বলেন, নির্বিঘেœ পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন ও তদারকি করবেন। যথারীতি প্রতিটি কেন্দ্রগুলোতে ১৪৪ ধারা জারী থাকবে এবং পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের আধা ঘণ্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

ফিলিস্তিনে অমানবিক হামলার প্রতিবাদে রাজবাড়ীতে যুব অধিকার পরিষদের বিক্ষোভ
আহলে হাদীছ আন্দোলন ও আহলে হাদীছ যুব সংঘ রাজবাড়ী জেলার শাখার আয়োজনে গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজবাড়ীতে
রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান  পরীক্ষার ১ম দিনে অনুপস্থিত ২৩৩জন
সর্বশেষ সংবাদ