ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
ডিবির অভিযানে পাংশার কাচারীপাড়া থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • শামীম হোসেন
  • ২০২২-০৯-১৬ ১৪:২০:০৪
পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া বাজার এলাকা থেকে গতকাল ১৬ই সেপ্টেম্বর বিকালে ৪০০ গ্রাম গাঁজা ও নেশা জাতীয় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে ডিবি পুলিশ -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া বাজার এলাকা থেকে ৪০০ গ্রাম গাঁজা ও নেশা জাতীয় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। 
   গতকাল ১৬ই সেপ্টেম্বর বিকালে এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে রাজবাড়ী ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-কাচারীপাড়া গ্রামের আব্দুল আজিজ ওরফে নিদু বিশ্বাসের ছেলে আশরাফুল বিশ্বাস (২১) ও বাবুপাড়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে শাহিন মিয়া (২০)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ