জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে আগামী ১৯শে সেপ্টেম্বর রাতে নিউইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এ উপলক্ষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বিশ্বজিৎ দে বাবলুর সঞ্চালনায় স্থানীয় সময় গত ১৬ই সেপ্টেম্বর রাতে প্যাটারসন শহরের ওয়াইন এভিনিউতে অবস্থিত বর্নালী রেস্টুরেন্টে নিউজার্সি স্টেট আওয়ামী লীগ এবং প্যাটারসন সিটি আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে ।
কর্মী সভায় বক্তব্য রাখেন নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক শাহাব উদ্দীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রসূন কান্তি তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন, উপ-দপ্তর সম্পাদক মিল্টন দাশ, প্যাটারসন সিটি আওয়ামী লীগের সভাপতি সায়েক হোসেন, সাধারণ সম্পাদক নাহাত চৌধুরী সানিয়াত, সহ-সভাপতি দ্বীপ্ত রায়, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, বিশ্বজিৎ সাহা, কৌশিক দে, সাইফ-উর রহমান, সেলিম মোহাম্মদসহ প্রমুখ।
কর্মী সভা শেষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দগণ জানান, নিউজার্সি স্টেট আওয়ামী লীগ এবং প্যাটারসন সিটি আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নিউইয়র্কে আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে ১৮ই সেপ্টেম্বর নিউইয়র্কে’র জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় স্বাগত র্যালী, আগামী ১৯শে সেপ্টেম্বর রাত ৯টায় নিউইয়র্কের জে. এফ. কে আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠান, আগামী ২৩শে সেপ্টেম্বর দুপুর ২টায় জাতিসংঘ সদর দপ্তরের সামনে শান্তি সমাবেশ এবং আগামী ২৪শে সেপ্টেম্বর সকাল ১০টায় প্রবাসী নাগরিক সংবর্ধনাসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ঘোষিত সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।