বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ (৯-১৬ই আগস্ট) উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল ১৩ই আগস্ট সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার আবু জালালের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ আল মামুন, ডাঃ সুমন কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সুশীল কামার রাহা, এম.টি শম্ভু দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, মায়ের দুধের কোন বিকল্প নেই। মাতৃদুগ্ধ সদ্যোজাত শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের প্রধান খাদ্য উপাদান এবং রোগ-জীবাণুসহ নানা প্রতিকূলতার মহৌষধ। এ জন্য শিশুদের মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরী সম্পূরক খাবার খাওয়াতে হবে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি শিশুদের স্তন্যদানকারী মায়েরা সভায় উপস্থিত ছিলেন।