ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে টুল ও ফাইল দিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সী
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-০৯-২৫ ১৪:২৩:০৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর স্বজনদের বসার জন্য ৬০টি প্লাস্টিকের টুল ও কাগজপত্র রাখার জন্য ৬০টি ফাইল প্রদান করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মোস্তফা মেটাল ইন্ডাস্টিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তফা মুন্সী।
   গতকাল ২৫শে সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে তার ছেলে মোস্তফা মেটাল ইন্ডাস্টিজ লিঃ এর পরিচালক সেলিম মুন্সী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহ্ মোহাম্মদ শরীফের কাছে সেগুলো হস্তান্তর করেন। এছাড়াও তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে কর্মরত অস্থায়ী ৭ জন পরিচ্ছন্নতা কর্মীর মাসিক বেতন দেয়ার ঘোষণা দেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম, নার্সিং সুপারভাইজার মৃদুলা বিশ্বাস, হেড ক্লার্ক লিপি আক্তার, গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন, গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, কলিন্স পার্থ, মৃদুল, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ