ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কালুখালীতে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে র‌্যালী-আলোচনা
  • ফজলুল হক
  • ২০২২-০৯-২৫ ১৪:২৪:৩৭
কালুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে গতকাল ২৫শে সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদের সামনে থেকে প্রথমে র‌্যালী বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় -মাতৃকণ্ঠ।

বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে সেপ্টেম্বর সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
   উপজেলা পরিষদের সামনে থেকে প্রথমে র‌্যালী বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ