ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
বালিয়াকান্দির রাজধরপুরে অটোরিক্সা চাপায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীর মৃত্যু
  • রফিকুল ইসলাম
  • ২০২২-০৯-২৫ ১৪:৩৫:৩২

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর এলাকায় অটোরিক্সার চাপায় নিরব তালুকদার (৮) নামে এক কিন্ডার গার্টেন স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।  
   গতকাল ২৫শে সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে রাজধরপুর কিন্ডার গার্টেনের সামনের রাজধরপুর-বহরপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত নিরব তালুকদার একই ইউনিয়নের (ইসলামপুর) ভেল্লাবাড়ীয়া গ্রামের ওমান প্রবাসী লিটন তালুকদারের ছেলে এবং ওই কিন্ডার গার্টেন স্কুলের ১ম শ্রেণীর ছাত্র ছিল।
   নিহত নিরব তালুকদারের চাচা জসিম তালুকদার জানান, দুপুরে স্কুল ছুটি হওয়ার পর নিরব স্কুল থেকে বের হয়ে সামনের রাস্তায় এলে একটি অটোরিক্সা তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
   রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স (ব্রাদার) আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

পাংশার পাট্টায় কৃষক রাশেদুল হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গোয়ালন্দ মোড়ে মোবাইল কোর্টে দুই হোটেল মালিককে জরিমানা
গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা॥ঔষুধ ও চশমা বিতরণ
সর্বশেষ সংবাদ