ঢাকা বুধবার, জুলাই ২, ২০২৫
রাজবাড়ী সদরের চন্দনী ও বানীবহ বাজারের ৩ মুদী দোকানীর জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-০৯-২৬ ১৫:০০:১৮

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের তদারকি অভিযানে সদর উপজেলার চন্দনী ও বানীবহ বাজারের ৩ জন মুদী দোকানীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

   গতকাল ২৬শে সেপ্টেম্বর অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় চন্দনী বাজারের দাস স্টোরের মালিককে ৩ হাজার টাকা এবং বানীবহ বাজারের সালাউদ্দিন স্টোরের মালিককে ৩ হাজার টাকা ও রহমত ভ্যারাইটিজ স্টোরের মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। রাজবাড়ী সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। 

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মহাসড়কে অবৈধ যানের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত
লটারীর মাধ্যমে পাংশা পৌরসভার  ওএমএস কর্মসূচির ডিলার নির্বাচন
বালিয়াকান্দির নবাবপুরে ৩টি ছাগল হত্যা॥৪টি গরু চুরি॥থানায় অভিযোগ
সর্বশেষ সংবাদ