রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ঝন্টু সাহা (২৮) নামে এক ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে।
গত ২৫শে সেপ্টেম্বর রাতে গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়া গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনতাইকারী ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ঝন্টু সাহা জুড়ান মোল্লার পাড়া গ্রামের সুরেশ চন্দ্র সাহার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত ঝন্টু সাহা পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে থানায় ৮টি মামলা রয়েছে। গতকাল ২৬শে সেপ্টেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।