ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
আসন্ন দুর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে বালিয়াকান্দিতে আইন-শৃঙ্খলা সভা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-০৯-২৬ ১৫:০১:১৬

আসন্ন দুর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
   গতকাল ২৬শে সেপ্টেম্বর বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামগোপাল চট্টোপাধ্যায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুজয় কুমার পাল, সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী রতন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় প্রতিটি দুর্গা পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও নিজস্ব স্বেচ্ছাসেবক রাখাসহ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বালিয়াকান্দি উপজেলার দুর্গা পূজা কমিটিগুলোর নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ