ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
দৌলতদিয়ার মাদ্রাসায় আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতার ২টি ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • আবুল হোসেন
  • ২০২২-০৯-২৯ ১৪:২৬:২৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদ্রাসায় আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতার ২টি ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
   গতকাল ২৯শে সেপ্টেম্বর বিকালে মাদ্রাসার মাঠে এই ২টি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দাখিল পর্যায়ের ফাইনালে ১০ম শ্রেণী দল ১-০ গোলে ৯ম শ্রেণী দলকে এবং এবতেদায়ী পর্যায়ের ফাইনালে ৫ম শ্রেণী দল ৪র্থ শ্রেণী দলকে হারিয়ে বিজয়ী হয়। ফাইনাল খেলা ২টি পরিচালনা করেন মাদ্রাসার ক্রীড়া শিক্ষক লিয়াকত হোসেন। খেলা শেষে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দৌলতদিয়া খানকা শরীফের সভাপতি মুক্তার হোসেন বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন প্রামানিক, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিছুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা রোকন উদ্দিন কাদরী প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ