রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩নং ফেরী ঘাট এলাকায় গতকাল ২৯শে সেপ্টেম্বর ভোর রাতে হঠাৎ নদী ভাঙ্গন দেখা দেয়।
এতে ঘাট সংলগ্ন সিদ্দিক কাজী পাড়ায় এলাকার নদী পাড়ের ৬টি পরিবারের ভিটামাটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়াও চরমভাবে ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে দৌলতদিয়ার লঞ্চ ঘাট ও ৪নং ফেরী ঘাটসহ আশপাশের বিভিন্ন এলাকা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীগর্ভে যাদের ভিটামাটি নদীতে বিলীন হয়েছে তাদের পরিবারের মহিলারা বিলাপ করছে। স্থানীয় শতাধিক পরিবারের মধ্যে ভাঙ্গনের আতঙ্ক দেখা দিয়েছে। ভাঙ্গন ঠেকাতে লঞ্চ ঘাট ও ৪ নং ফেরী ঘাট এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করে বললেন, যে সকল জিও ব্যাগ ও বালু ব্যবহার করা হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের। শুধু লোক দেখানো কাজ করা হচ্ছে। জিও ব্যাগগুলো যতাযথভাবে ডাম্পিং করে ফেলা হলে নদী ভাঙ্গন রোধ হতো।
নদী পাড়ের বাসিন্দা ইসলাম কাজী বলেন, আমার বাড়ী নদীতে দু’বার বিলীন হয়েছে। এখন আবার নদীর পাড়ে পড়ে গেছি, কখন যেন নদীগর্ভে চলে যায় আমার ভিটাবাড়ী। সবসময় আতঙ্কে থাকতে হয়।
রহিমা বেগম বলেন, আমরা রাতে ঘুমিয়ে ছিলাম। ভোর রাতে হঠাৎ করে ঘরের পিছনে নদীর চাপ ভাঙ্গার শব্দ কানে আসে। তখন উঠে দেখি বিশাল বিশাল চাপ নদীতে চলে যাচ্ছে। তখন আমরা চিৎকার করলে এলাকার মানুষ এগিয়ে আসে। তাদের সহযোগিতায় ঘরগুলো কোন রকমে সরিয়ে নিয়েছি।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ৩নং ফেরী ঘাট এলাকায় ভোর রাতে হঠাৎ নদী ভাঙ্গন দেখা দিয়েছে। আমরা আমাদের সাধ্য মতো ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করে যাচ্ছি।