ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৪, ২০২৫
গোয়ালন্দে ঈশা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-০৯-৩০ ১৬:৫৪:৫৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের জামতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে গতকাল ৩০শে সেপ্টেম্বর বিকালে ঈশা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 
   এতে বকারটিলা নরুল ইসলাম ফুটবল একাদশ ১-০ গোলে জামতলা শরিফুল ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের জাহিদুল ইসলাম গাজী দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন। টুর্নামেন্টের আহ্বায়ক উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য শমসের শেখের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ, উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ছিদ্দিক মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য চুন্নু  মিয়া, লাভলু, রবিউল প্রমুখ উপস্থিত ছিলেন। পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে ১টি ফ্রিজ ও রানার্স আপ দলকে ১টি এলইডি টেলিভিশন প্রদান করা হয়। 
   উল্লেখ্য, গত ৫ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ৮টি ফুটবল দল অংশগ্রহণ করে। 

 

জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোয়ালন্দ পৌরসভার অনুর্ধ্ব-১৭ দল
পাংশা থানা পুলিশের অভিযানে অস্ত্রসহ ৩জন সন্ত্রাসী গ্রেফতার
পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্রীড়া উৎসব উদ্বোধন
সর্বশেষ সংবাদ