ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গোয়ালন্দ দেশী মদসহ আরো ৪জন মাদক বিক্রেতা গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-১৪ ১৬:২৫:৩৬
র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ১৪ই আগস্ট গোয়ালন্দ উপজেলার মাখন রায়ের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৪৬০ লিটার দেশী মদসহ আরো ৪জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে -মাতৃকণ্ঠ।

র‌্যাবের অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা থেকে ৪৬০ লিটার দেশী মদসহ আরো ৪জন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে। 
  গতকাল ১৪ই আগস্ট সকালে র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের একটি দল গোয়ালন্দ উপজেলার মাখন রায়ের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে। 
  গ্রেফতারকৃতরা হলো ঃ গোয়ালন্দ উপজেলার উজানচর নতুন পাড়ার সানাল শেখের ছেলে রাজু শেখ(২৮) ও কালাম মন্ডলের ছেলে আলামিন মন্ডল(২৬), ভোলাই মাতুব্বরের পাড়ার মজিদ মোল্লার ছেলে সুজাত মোল্লা(২৫) এবং কাজীপাড়ার রশিদ শেখের ছেলে আব্দুল্লাহ শেখ(২০)। উদ্ধারকৃত মদসহ র‌্যাব তাদেরকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
  উল্লেখ্য, আগের দিন ১৩ই আগস্ট বিকালে র‌্যাব-৮ এর ফরিদপুর ক্যাম্পের অভিযানে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে ১৫ লিটার দেশী মদসহ ৩জন মাদক বিক্রেতা গ্রেফতার হয়। 

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ