ঢাকা সোমবার, এপ্রিল ৭, ২০২৫
বালিয়াকান্দিতে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১০-০৪ ১৪:৩১:১৬

রাজবাড়ীর বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের সাধুখালীতে দুঃস্থ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

  গতকাল ৪ঠা অক্টোবর সকালে সাধুখালীতে স্বর্গীয় ননী গোপাল রায়, কৌশল্লা রায় ও ফনিভূষন রায়ের আত্নার শান্তি কামনায় বেলা ১১ থেকে বিকাল ৩টা পর্যন্ত হওয়া এই কার্যক্রমের উদ্বোধন করেন জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু।

 এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নারদ বাছার, জঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরবিন্দু মজুমদার প্রমুখ।

    দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন ডায়াবেটিস ও শিশু মেডিসিন বিশেষজ্ঞ এবং জেনারেল ফিজিশিয়ান ডাঃ অপূর্ব রায়, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ তৃপ্তি সরকার, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সুশীল কুমার রায়, দন্ত রোগ বিশেষজ্ঞ ডাঃ বিপ্লব রায়, মেডিকেল অফিসার ডাঃ অমৃত সরকার।

পাংশায় ভেজাল গুড়ের কারখানায় প্রশাসনের অভিযান॥১জনের কারাদন্ড॥ভেজাল গুড় বিনষ্ট
 দৌলতদিয়া ঘাটে নেই যাত্রী ও যানবাহনের চাপ॥২৪ ঘন্টায় ৫৯৪৬ যানবাহন নদী পার
 দৌলতদিয়ায় হেরোইনসহ বিক্রেতা হায়াত গ্রেফতার
সর্বশেষ সংবাদ