ঢাকা রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবসে র‌্যালী ও আলোচনা সভা
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-১০-০৪ ১৪:৪২:৩৩

“সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গতকাল ৪ঠা অক্টোবর সকালে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

 উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে র‌্যালী উপজেলা চত্বর হতে বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উজানচর সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ বাবর আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

নির্বাচনে শেষ দিন পর্যন্ত মাঠে থাকবো--স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এডঃ নেকবর হোসেন মনি
পাংশার নাদুরিয়ায় উপজেলা চেয়াম্যান প্রার্থী সাইফুল ইসলাম বুড়ো’র নির্বাচনী পথসভা
গোয়ালন্দে অভিযান সত্বেও থামছে না বেপরোয়া মাটি ও বালি ব্যবসায়ী চক্র
সর্বশেষ সংবাদ