রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে অপপ্রচার ও হুমকি দেয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন হালিমা বেগম নামে এক গৃহবধূ।
গতকাল ৮ই অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে তিনি এই সাংবাদিক সম্মেলন করেন।
হালিমা বেগম নবাবপুর ইউনিয়নের কুরশী গ্রামের আব্দুর রহমান শিকদারের স্ত্রী। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের প্রতিবেশী সিদ্দিক মন্ডল আমাদের একটি জমি দখল করে রেখেছে। ওই জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটি মামলা চলমান রয়েছে। সম্প্রতি উক্ত জমিতে রাতের অন্ধকারে সন্ত্রাসী বাহিনীর সহযোগিতায় জোরপূর্বক একটি ঘর নির্মাণ করতে যায়। আমার স্বামী ঘর নির্মাণে বাধা দিতে গেলে তাকে তাড়া করে সন্ত্রাসী বাহিনী। আত্মরক্ষার্থে আমার স্বামী দৌড়ে বাড়ীতে এসে ঘরের মধ্যে লুকিয়ে থাকে। পরে তারাই আমার স্বামীকে ভূমিদস্যু দাবী করে একটি মানববন্ধন করে একাধিক অনলাইন পোর্টালে মিথ্যা সংবাদ প্রকাশ করে অপপ্রচার চালায়।
তিনি আরও বলেন, আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা ও সাজানো একটি অভিযোগ এনে মানববন্ধন করে এবং সন্ত্রাসী কর্মকান্ড চালায়। শুধু মানববন্ধন করেই তারা ক্ষান্ত হয়নি, বিভিন্ন সময় আমাদের পথে-ঘাটে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে বেড়াচ্ছে এই সংঘবদ্ধ চক্র। এ অবস্থায় আমরা এখন পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমাদের জীবনের নিরাপত্তা ও প্রতিকার চাই।