ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
বালিয়াকান্দিতে নতুন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানার যোগদান
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১০-১০ ১৪:৪৫:১৭

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে যোগদান করেছেন পারমিস সুলতানা। 

  গতকাল ১০ই অক্টোবর সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন ও একাডেমিক সুপারভাইজার মিয়াদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  বালিয়াকান্দিতে যোগদানের পূর্বে পারমিস সুলতানা ফরিদপুরের মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দুই দফায় রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্বামী এস.এম নাসির আক্তার কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পদে কর্মরত। 

  উল্লেখ্য, বিদায়ী বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সারকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে। 

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ