ঢাকা বুধবার, জুলাই ৩০, ২০২৫
রাজবাড়ীতে বিএনপির শোক র‌্যালী অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১০-১০ ১৪:৫১:০৫

সাম্প্রতিক আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে নিহত ৫ কর্মী আঃ রহিম, নূরে আলম, শাওন প্রধান, শাওন আহমেদ ও আঃ আলীমের স্মরণে রাজবাড়ী শোক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। 

  জেলা বিএনপির আয়োজনে গতকাল ১০ই অক্টোবর বিকালে দলীয় কার্যালয়ের সামনের মাঠে সংক্ষিপ্ত এই শোক র‌্যালী করা হয়। 

  এ সময় জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, সদস্য সচিব (দায়িত্বপ্রাপ্ত) এডঃ কামরুল আলম, যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি মাহবুব চৌধুরী দুলাল, সদস্য সচিব জহির রাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও সাবেক সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেলসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দিতে পুলিশ সদস্যর বাড়ীতে ডাকাতির ঘটনায় আরো ১জন গ্রেফতার
বালিয়াকান্দিতে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ