রাজবাড়ী জেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একেএম শফিকুল মোর্শেদ আরুজ গত ৯ই অক্টোবর সকাল ১০টায় পাংশা পৌর শহরের চান্দুর মোড়ে অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এ সময় তিনি বলেন, দল আমাকে মনোনয়ন দেওয়ার পর আমি জেলার সকল পৌরসভা ও ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছি। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী যে বিপুল ভোটে জয়লাভ করবো। তবে আমার বিদ্রোহী প্রার্থী দিপক কুন্ডু বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা করছে। বিষয়টি আমি প্রশাসনকে অবগত করবো।
তিনি আরও বলেন, দীপক কুন্ডুর ভারতে তার নাগরিকত্ব রয়েছে। বাংলাদেশে তার রক্তের কেউ নেই, তার স্ত্রী সন্তান সবাই ভারতে থাকে। সে অবৈধ বালু ব্যবসার সাথে জড়িত। সে এই দেশ থেকে অবৈধভাবে টাকা ইনকাম করে ভারতে পাচার করে। তার এ সমস্ত অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে পাংশা পৌর আওয়ামী লীগ তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। কিন্তু সে সঠিক জবাব না দেওয়ায় তাকে বহিষ্কারের জন্য পৌর আওয়ামী লীগের সভাপতি/সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ বরাবর লিখিতভাবে জানিয়েছে।
এ সময় একেএম শফিকুল মোর্শেদ আরুজের সাথে পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমান আলী সরদার ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।