ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
গোয়ালন্দে পুনরায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলেন যুবলীগ নেতা ইউনুস
  • মইনুল হক মৃধা
  • ২০২২-১০-১৭ ১৪:০৭:৩৯

রাজবাড়ী জেলা পরিষদের সদস্য পদে পুনরায় নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা। 
  গতকাল ১৭ই অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে তিনি(তালা) প্রতীকে ২৪ ভোট পেয়ে ২নং সাধারণ ওয়ার্ডের (গোয়ালন্দ উপজেলা) সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদের সাবেক সদস্য ফারুক ইকবাল চৌধুরী টিউবওয়েল প্রতীকে ২২ ভোট এবং অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ(উট পাখি) প্রতীকে ১৯ ভোট পেয়েছেন। 
  সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে ইভিএমে ভোট গ্রহণ শেষে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহবুব এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ৬৮ জন ভোটারের মধ্যে ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 
  জেলা পরিষদের বিগত টার্মের সদস্য গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়ার ইন্তেকালের পর অনুষ্ঠিত উপ-নির্বাচনে যুবলীগ নেতা ইউনুস মোল্লা তার জায়গায় সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

 

ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ