অতিসম্প্রতি রাজবাড়ী শহরের ১নং রেলগেট এলাকায় কলেজ ছাত্রীর কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় প্রতারক চক্রের ২জন সদস্যকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে রাজবাড়ী থানা পুলিশ।
গতকাল ২০শে অক্টোবর বেলা ১১টার দিকে রাজবাড়ী থানায় আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- নোয়াখালী জেলার দক্ষিণ শুল্যকিয়া গ্রামের(বর্তমান ঠিকানা-নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নোয়াপাড়া জামদানী বিসিক ৪নং গলি) রুহুল আমিন মোল্লার ছেলে মাসুদ হোসেন মোল্লা(৩২) এবং শরীয়তপুর জেলার চরবাঘা ভুঁইয়াকান্দি গ্রামের (বর্তমান ঠিকানা- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া) আবুল সরদারের ছেলে শাহাদাত সরদার(৩৪)। তাদের কাছ থেকে কলেজ ছাত্রীর মোবাইল ফোন, গলিত স্বর্ণ ও নগদ ১৫শত টাকা উদ্ধার করা হয়েছে।
প্রেস কনফারেন্সে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহ উদ্দিন বলেন, গত ১১ই অক্টোবর রাজবাড়ী শহরেরর ১নং রেলগেট এলাকায় প্রিয়া আক্তার(২৫) নামে এক কলেজ ছাত্রী প্রতারণার শিকার হয়। সে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার ইউনুস শিকদারের মেয়ে। প্রতারক চক্র তাকে প্রলোভন দেখিয়ে কৌশলে তার কাছ থেকে ১টি মোবাইল ফোন, ১টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি ও নগদ ৩২শত টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে ওই ছাত্রী রাজবাড়ী থানার মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে প্রযুক্তির সহায়তায় তাদেরকে শনাক্ত করে গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, গ্রেফতারকৃত মাসুদ ও শাহাদাত এবং রাজন নামের আরেকজনসহ ৩ জন ১১ই অক্টোবর বিকাল ৫টার দিকে কুষ্টিয়া থেকে ট্রেনযোগে এসে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নামে। এরপর তারা প্রতারণার উদ্দেশ্যে আধা কেজি হুইল পাউডার কিনে বিশেষভাবে প্যাকেট করে টার্গেট খুঁজতে থাকে এবং ১নং রেলগেট এলাকায় ভিকটিম প্রিয়া আক্তারকে ফাঁদে ফেলে। প্রথমে রাজন তার কাছে গিয়ে খুব বিপদে পড়েছে উল্লেখ করে সহায়তা চায়। প্রিয়া আক্তার বিপদের কথা জানতে চাইলে রাজন বলে সে একটি বেকারীতে চাকরী করতো। বেতন না পেয়ে ৫ পাউন্ড মূল্যবান কেমিক্যাল নিয়ে এসেছে। এগুলো বিক্রি করা প্রয়োজন। সে এখানকার কোনো মিষ্টির দোকান চেনে না। এ জন্য প্রিয়াকে অনুরোধ জানায় মিষ্টির দোকান দেখিয়ে দেয়ার জন্য। কেমিক্যালগুলো অনেক মূল্যবান এবং প্রতি পাউন্ডের দাম ২০ হাজার টাকা। ঠিক ওই সময়ে প্রতারক চক্রের আরেক সদস্য মাসুদ সেখানে উপস্থিত হয়ে সবকিছু শুনে প্রিয়াকে প্রস্তাব দেয় দু’জনে মিলে কেমিক্যালগুলো কিনে নেয়ার। এতে অনেক লাভ হবে বলে তাকে প্রলুব্ধ করতে থাকে। ঠিক তখনই শাহাদাত মিষ্টির দোকানী সেজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কেমিক্যালগুলো অনেক দামী বলে তাদের বিশ্বাস জন্মতে সহায়তা করে। তখন রাজন প্রিয়া ও মাসুদকে প্রস্তাব দেয় কিছু টাকা দিলে সে তাদেরকে কেমিক্যালগুলো দিয়ে দিবে। তখন মাসুদ তার কাছে থাকা মোবাইল রাজনকে দিয়ে দেয়। প্রলোভনে পড়ে প্রিয়াও সাথে সাথে তার কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার রাজনকে দিয়ে কথিত মূল্যবান কেমিক্যাল নিয়ে নেয়। একপর্যায়ে রাজন, মাসুদ ও শাহাদাত কৌশলে কেটে পড়ার পর প্রিয়া প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারে।
তিনি (অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন) তিনি আরও বলেন, এই প্রতারক চক্রটি তিন মাস আগে মাদারীপুরেও ঠিক একই রকম ঘটনা ঘটিয়ে ধরা পড়েছিল। তাদের মতো এ ধরনের অনেকগুলো গ্রুপ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে। রাজবাড়ীতে সংঘটিত ঘটনার সাথে জড়িত অপর প্রতারক রাজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ সচেষ্ট রয়েছে। তবে সাধারণ মানুষেরও এ ব্যাপারে সচেতন থাকা জরুরী।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ রেজাউল করিম, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ডিএসবির ডিআইও-১ মোঃ সাইদুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রেস কনফারেন্সের সময় থানায় উপস্থিত থাকা ভুক্তভোগী কলেজ ছাত্রী প্রিয়া আক্তার বলেন, আমি বিকাশ থেকে টাকা তুলে ১নং রেলগেট হয়ে আসার সময় প্রতারণার শিকার হই। তারা কৌশলে আমার মোবাইল ফোন, টাকা ও স্বর্ণের গহনা নিয়ে চলে যায়। পরে আমি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রাজবাড়ী থানার মামলা দায়ের করি। পুলিশ প্রতারণার সাথে জড়িতদের শনাক্ত করে ধরেছে, সেই সাথে আমার খোয়া যাওয়া জিনিসপত্র উদ্ধার করেছে। এ জন্য পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।