ঢাকা রবিবার, মে ২৫, ২০২৫
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে কালুখালীতে র‌্যালী ও আলোচনা সভা
  • ফজলুল হক
  • ২০২২-১০-২২ ১৪:৫১:০৬

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন ও গান্ধিমারাস্থ পাংশা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে গতকাল ২২শে অক্টোবর সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  প্রথমে কালুখালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 
  কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় পাংশা হাইওয়ে থানার ওসি আসাদুজ্জামান ও উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
  বক্তাগণ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও আইন মেনে চলার উপর গুরুত্ব আরোপ করেন।

পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণসহ রাজবাড়ীকে এগিয়ে নিতে এখনই সময় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা--খৈয়ম
 রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলীর বাড়িতে চুরি
রাজবাড়ী-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সালাম মিয়া
সর্বশেষ সংবাদ