ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
বালিয়াকান্দির বেতেঙ্গায় ১৪ হাত কালী পূজা
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১০-২৫ ১৪:৩১:২০

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা গ্রামে ৩ যুগেরও অধিক সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ১৪ হাত দৈর্ঘ্যরে কালী পূজা। 

  এ বছর ৪ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী এই কালী পূজা। গত ২৪শে অক্টোবর থেকে শুরু হওয়া এই পূজা আগামীকাল ২৭শে অক্টোবর বৃহস্পতিবার বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে। এই পূজাকে ঘিরে সেখানে বসেছে গ্রামীণ মেলা। 

  সরেজমিনে গিয়ে দেখা যায়, পূজা উপলক্ষ্যে হাজারও মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে মন্দির প্রাঙ্গণ। জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই পূজার আনন্দ উপভোগ করছে। গ্রামীণ মেলাকে ঘিরে বসেছে শতাধিক দোকানপাট। মন্দির এলাকায় করা হয়েছে আলোকসজ্জা।

  সপরিবারে পূূজা দেখতে আসা হীরা দে বলেন, দুর্গা পূজার কিছুদিন পরই এই কালী পূজা অনুষ্ঠিত হয়। আমরা সাধারণত যে আকারের কালী প্রতিমা দেখে থাকি তার চেয়ে অনেক বড় ১৪ হাত দৈর্ঘ্যরে এই কালী প্রতিমা দেখতে খুবই ভালো লাগে। তাই পরিবার-পরিজন নিয়ে এই পূজা দেখতে এসেছি।

  মন্দির কমিটির সভাপতি অসিত কুমার ভৌমিক বলেন, প্রতি বছর এই শ্যামা মায়ের পূজাতে প্রচুর ভক্ত-দর্শনার্থীর সমাগম হয়। সবার সহযোগিতায় সুন্দরভাবে এই পূজার আয়োজন করে থাকি। 

পাংশায় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন
বহরপুরে ইসলামী ছাত্র শিবিরের  উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
সরকার পরিবর্তনের পরদিন দখল হয়ে যায় অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট
সর্বশেষ সংবাদ