ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে ৫ জেলের জরিমানা॥জাল ধ্বংস
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২২-১০-২৬ ১৪:১১:৪২

রাজবাড়ী জেলার গোয়ালন্দে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার দায়ে ৫ জন জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
  গতকাল ২৬শে অক্টোবর বিকালে পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলাধীন কুশাহাটা, অন্তারমোড় ও কলাবাগান এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এছাড়া তাদের কাছ থেকে জব্দকৃত ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং উদ্ধারকৃত ১২ কেজি ইলিশ মাছ এতিমখানায় প্রদান করা হয়।
  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান। 
  উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবুসহ মৎস্য দপ্তরের লোকজন এবং ইন্সপেক্টর জে.এম সিরাজুল কবিরের নেতৃত্বে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। 

 

পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
পাংশা-কালুখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের গণসংযোগে বুড়ো
সর্বশেষ সংবাদ