৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ই মে অনুষ্ঠিতব্য পাংশা উপজেলা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের পৃথক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ৫ই মে অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এবং কালুখালী সরকারী কলেজে ঢাকার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও নির্বাচন কমিশন সচিবালয় তত্ত্বাবধানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পৃথক ২টি প্রশিক্ষণ কর্মশালায় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা), জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর সাদিক চৌধুরী, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আলমগীর হোসাইন, কালুখালী উপজেলা নির্বাচন অফিসার সাইফুদ্দীনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।