রাজবাড়ী জেলা কওমী মাদ্রাসা ওলামা পরিষদের উদ্যোগে গতকাল ২৯শে অক্টোবর বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
রসুলপুরের পীর আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল মতিন নেছারীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে আরেফ বিল্লাহ্ শাহ্ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, প্রধান বক্তা হিসেবে আল্লামা আব্দুল বাসিত খান, বিশেষ অতিথি হিসেবে হযরত মাওলানা হাসান জামিল ও মুফতি আব্দুর রাজ্জাক কাসেমীসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ বক্তব্য রাখেন।