ঢাকা শুক্রবার, মে ৩, ২০২৪
রাজবাড়ী সদরের আহলাদীপুর হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
  • আশিকুর রহমান
  • ২০২২-১০-২৯ ১৪:৩৪:০৬

দালালদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারী দিয়ে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়নের নবাগত পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম বলেছেন, আমার এই মাদারীপুর রিজিয়নের ১৮টি হাইওয়ে থানায় কোন দালাল থাকবে না। মানুষের পেটে লাথি মেরে দালালী চলবে না। কেউ দালালী করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
  গতকাল ২৯শে অক্টোবর সকালে রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
  হাইওয়ে পুলিশ সুপার আরও বলেন, কারও কোনো প্রয়োজন হলে বা থ্রি-হুইলার মামলা হলে সরাসরি আমার কাছে যাবেন। কোনো কন্সিডার করার সুযোগ থাকলে আমি করবো। কোন দালাল ধরবেন না। দালালের মাধ্যমে আমার কাছে গেলে কোন কাজ হবে না। আমার কোন অফিসার বা ফোর্স যদি কোনো অনিয়মের সঙ্গে জড়িত থাকে তাহলে একজনও রেহাই পাবে না। সকলের মধ্যে আইন মেনে চলার প্রবণতা তৈরি করবেন। আইনটা আমাদের সকলকেই মেনে চলতে হবে।
  আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক ফজলু, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ বিশ্বাস, শহীদওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ফরিদ আহমেদ ও আহলাদীপুর হাইওয়ে থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য মিজানুর রহমান আসাদ প্রমুখ বক্তব্য রাখেন। 
  এ সময় রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী দেওয়ান মোঃ সেকেন্দার আলী, আহলাদীপুর হাইওয়ে থানার এসআই আসিফ ইকবাল, জিল্লুর রহমানসহ বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা সঞ্চালনা করেন থানার সার্জেন্ট জয়ন্ত সরকার। 

রাজবাড়ীর ২নং রেলগেট এলাকায় লাইনচ্যুত মালবাহী ট্রেন  উদ্ধার॥চলাচল স্বাভাবিক
তীব্র দাবদাহে রাজবাড়ীতে পথচারীদের পানি ও খাবার স্যালাইন দিল এসএমসি
রাজবাড়ী-গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
সর্বশেষ সংবাদ