জাতীয় যুব দিবস উপলক্ষ্যে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল ১লা নভেম্বর সকালে যুব র্যালী, আলোচনা সভা ও প্রশিক্ষিতদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
প্রথমে পাংশা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী বের হয়ে আশপাশের এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে যুব ঋণের চেক বিতরণ করা হয়।