ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
জেল হত্যা দিবস উপলক্ষ্যে রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজে আলোচনা ও দোয়া অনুষ্ঠান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২২-১১-০৩ ১৪:৩৩:৪১

জেল হত্যা দিবস উপলক্ষ্যে রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল ৩রা নভেম্বর দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডি’র বিদ্যোৎসাহী সদস্য সাবেক জেলা ও দায়রা জজ এবং যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম সম্পর্কিত মনিটরিং কমিটির সাবেক প্রধান সমন্বয়ক মোঃ শামসুল হক। 
  কলেজের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সাহেব আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহ্ মুজতবা রশীদ আল কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিরুনা বানু মুন। 
  এ সময় কলেজের শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তাগণ ৩রা নভেম্বরের জেল হত্যা দিবসকে একটি কলঙ্কজনক দিন হিসেবে উল্লেখ করে জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। আলোচনা পর্বের শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কলেজের ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নাদের হোসেন।

 

ফরিদপুর রেল স্টেশনে চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজ দাবীতে অবস্থান কর্মসূচি
আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে ঃ রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম
বসন্তপুরে ইমাম কমিটির উদ্যোগে খাবার স্যালাইন ও শরবত বিতরণ
সর্বশেষ সংবাদ