রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্র ও সিএনজি অটোরিক্সাসহ রাকিব প্রামানিক(২৮) নামে ১জনকে দুর্বৃত্তকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ই নভেম্বর দিনগত রাত ৩টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল দৌলতদিয়া ইউনিয়নের ছাত্তার মেম্বার পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ১টি স্টিলের গিয়ার চাকু, ২টি ধারালো চাকু, ২টি লোহার হাতুড়ী ও নম্বর বিহীন একটি সিএনজিও অটোরিক্সা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত রাকিব প্রামানিক গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়া গ্রামের সাইদ প্রামানিকের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত রাকিব প্রামানিকের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানার মামলা নং-৮, ধারাঃ ৩৯৯/৪০২ পেনাল কোড। গতকাল ৮ই নভেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।