রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৭ই মে সকাল সাড়ে ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে ‘জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন’ অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাজহারুল ইসলাম ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম আল কামাল বক্তব্য রাখেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) মোঃ হাফিজুর রহমানের সঞ্চালনায় সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজসহ জেলার ৪২টি ইউনিয়নের সচিব, প্রশাসক ও উদ্যোক্তারাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে নভেম্বর ২০২৪ থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত বিগত ৬ মাসের অগ্রগতির রিপোর্ট প্রকাশ করা হয়। পরে ইউনিয়ন ও পৌরসভায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এসএম আবু দারদা।
জেলা প্রশাসক সুলতানা আক্তার সভায় উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভা ও ইউনিয়নের সচিব, প্রশাসক, উদ্যোক্তাদের জন্ম ও মৃত্যু নিবন্ধনের জন্য যার যার মাসিক লক্ষ্য মাত্রা অর্জনের জন্য নির্দেশনা দেন এবং সকলকে সমন্বয় করে কাজ করার পরামর্শ দেন।