ঢাকা রবিবার, মে ১৮, ২০২৫
গোয়ালন্দে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধিতে করণীয় শীর্ষক সভা
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৫-১৭ ১৫:৪৭:৩৫

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে “শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধিতে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা গতকাল ১৭ই মে দুপুরে সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
 সভায় প্রধান অতিথি হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান বক্তব্য রাখেন।  
 সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের বাণিজ্য বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মাসুদ পারভেজ ও রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক সালমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ। 
 সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সামছুন্নাহার ছিদ্দিকা জলির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ ও প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামানের সহধর্মিনী বিলকিস আক্তার, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নজির হোসেন মোল্লা ও শিক্ষানুরাগী বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। 
 সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামানের কাছে গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ নিজ প্রতিষ্ঠানের সমস্যার কথা তুলে ধরেন।
 প্রধান অতিথি উপস্থিত শিক্ষকদেরকেও নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি বিশেষ নজরদারির কথা তুলে ধরে শিক্ষার্থীদের প্রতি আরো যত্নশীল হওয়ার আহ্বান  জানান।

বসন্তপুরে চুরির অপবাদে বাড়ী থেকে ডেকে নিয়ে দিনমজুরকে পিটিয়ে হত্যা॥গ্রেপ্তার-৪
পাংশা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
 গোয়ালন্দে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধিতে করণীয় শীর্ষক সভা
সর্বশেষ সংবাদ