ঢাকা সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
দাদশী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার লোকমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কোর্টের নির্দেশ॥
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১১-১৬ ১৪:২৪:১৪

রাজবাড়ীতে ভুয়া ও জাল কাবিননামা সৃজন করে আদালতে উপস্থাপন করে বিচারিক প্রক্রিয়ায় মিথ্যা সাক্ষ্য প্রদান করায় দাদশী ইউপি নিকাহ রেজিস্ট্রার(কাজী) হাফেজ মোঃ লোকমান হোসেনের লাইসেন্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
 এছাড়াও ক্ষতি করার উদ্দেশ্য আদালতে মিথ্যা ফৌজদারি মামলা করায় বাদী মোঃ মুক্তার হোসেনকে ৩০ হাজার টাকার জরিমানা ও অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
 গত ১২ই নভেম্বর রাজবাড়ীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী এই রায়ের আদেশ দেন।
 জানা গেছে, কালুখালী উপজেলার হাটবনগ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে মোঃ মুক্তার হোসেন বাদী হয়ে গত ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর পাংশা থানার মহিষভাঙা গ্রামের ইউসুফ মল্লিকের স্ত্রী জামেনা বেগমকে আসামী করে দন্ডবিধির ৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় মামলা দায়ের করে। আদালত মামলাটি তদন্ত করে সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছিলেন। সদর থানার অফিসার ইনচার্জ মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদ জমা দেন। তদন্ত প্রতিবেদনে উঠে আসে মামলার বাদী উদ্দেশ্য প্রণোদিত ভাবে জামেনা বেগমকে ক্ষতিসাধনের জন্য ভুয়া ও মিথ্যা মামলা দিয়েছেন। এছাড়াও মামলার বাদী নিজের পক্ষে রায় আনার জন্য আদালতে লোকমান হোসেন নামের এক কাজীকে দিয়ে ভুয়া কাবিননামা আদালতে উপস্থাপন করেন।
 পরে আদালত বাদী মুক্তার হোসেনের আনীত অভিযোগ সন্দেহতিকভাবে প্রমাণিত না হওয়ায় আসামী জামেনা বেগমকে এই মামলার আনিত অভিযোগ থেকে খালাস প্রদান এবং একই সাথে রাজবাড়ী সদর উপজেলার ২নং দাদশী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী মোঃ লোকমান হোসেন ও মামলার বাদী মোঃ মোক্তার হোসেনের বিরুদ্ধে প্যানাল কোড ১৮৬০ এর ২১১/১৯৩/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৬৯/৪৭১ ধারার নালিশী মামলা দায়ের করার জন্য অত্র আদালতের বেঞ্চ সহকারী উত্তম কুমার সাহাকে নির্দেশ দেন। 
 এছাড়াও কাজী মোঃ লোকমান হোসেনের লাইসেন্স(সনদ) এর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন এবং মামলার বাদী মোঃ মোক্তার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। 
 রায়ের তারিখ হতে ১৫ দিনের মধ্যে জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমাদানের আদেশ প্রদান করেছে আদালত।

 

দাদশী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার লোকমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কোর্টের নির্দেশ॥
রাজবাড়ীতে ডিসি’র নিকট ৪০০পিস কম্বল হস্তান্তর করলো এনজিও আশা
রাজবাড়ীতে পদোন্নতির দাবিতে শিক্ষা ক্যাডারের প্রভাষকদের “নো প্রমোশন নো ওয়ার্ক” কর্মসূচি শুরু
সর্বশেষ সংবাদ