বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গঙ্গা-পদ্মার পানির ন্যায্য অধিকার যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
গতকাল ১৫ই নভেম্বর বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারী কলেজ মাঠে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে সমন্বয় কমিটি চাপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত গণসমাবেশ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দক্ষিণ ও উত্তরাঞ্চলকে বাঁচাতে এই আন্দোলন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্মা যদি মরে যায় তাহলে আমরাও মরে যাব। ভারত ব্রিটিশ আমল থেকেই পদ্মা নদীতে বাঁধ দেওয়ার চেষ্টা করেছে। পাকিস্তান আমলে তারা এই ফারাক্কা বাঁধ চুপিচুপি নির্মাণ করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয় শেখ মুজিবুর রহমান।
মির্জা ফখরুল বলেন, আগামী বছর ২০২৬ সালে ভারতের সাথে চুক্তি শেষ হবে। আমরা জানি না ভারত এখন কোন পদক্ষেপ গ্রহণ করবে। তাই আমাদের দায়িত্ব হলো সারা বিশ্বে আমাদের বার্তা পৌঁছে দেওয়া। বাংলাদেশের মানুষ, গঙ্গা থেকে সব ন্যায্য হিস্যা পাওয়া আমাদের অধিকার। এটা কোনো দয়া নয়। তিনি আরও বলেন, ভারত গঙ্গা নদীতে বাঁধ দিয়ে আমাদের পানি বন্ধ করে দিয়েছে। এর বিকল্প হিসেবে গঙ্গা ব্যারাজ তৈরি করে সেখানে বাঁধ দিয়ে পানিকে আটকে রেখে শুষ্ক মৌসুমে সেই পানিকে আমাদের নদীগুলোতে ছেড়ে দিতে পারি। আর বন্যার সময় সেই পানিকে আমরা আটকে রাখতে পারি। এই প্রকল্প যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের রুক্ষতা অনেকটাই কমে যাবে। আজকে হারুন সাহেব(সাবেক এমপি হারুনুর রশিদ) এই আন্দোলন শুরু করলেন, এই আন্দোলন চলবে যতক্ষণ না আমরা পদ্মার ন্যায্য হিস্যা পাব।
তিনি বলেন, আজকের সমাবেশের উদ্দেশ্য একটাই, পদ্মা বাঁচাতে হবে। দেশ বাঁচাতে হবে। ভারতকে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে বলেও জানান তিনি।
গণসমাবেশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশিদের সভাপতিত্বে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মোঃ মিজানুর রহমান মিনু, বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামসহ রাজশাহী জেলার বিভিন্ন আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলার বিভিন্ন ইউনিটের বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিপুলসংখ্যক স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ আর কৃষির প্রধান উপাদান হচ্ছে পানি। দেশ বাঁচাতে হলে কৃষি বাঁচাতে হবে, নদী বাঁচাতে হবে।
এজন্য ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। আগামীতে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে তারেক রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক সব অধিকার আদায় করা হবে।
জামায়াতকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র করছেন তা দেশের জনগণ হতে দেবে না। কারণ দেশের মানুষ এখন নির্বাচন চায়। দেশের মানুষকে ধর্মের নামে আর বোকা বানানো যাবে না। দেশের মানুষ ধর্মকে ভালোবাসেন কিন্তু ধর্মান্ধ নয়।
গণসমাবেশে ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই; পদ্মা বাঁচাতে ঐক্য গড়ি; আমাদের গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার-নানা শ্লোগান ছিলো সবার মুখে।’


