ঢাকা রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন খেলা উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১১-১৫ ১৪:২২:৩৮

রাজবাড়ী শহরের ঐতিহাসিক রেলওয়ে আজাদী ময়দানে ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে গতকাল ১৫ই নভেম্বর রাতে ২০২৫-২৬ সিজনে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে।
 রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের সহ-সভাপতি দিলীপ কুমার মন্ডলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন সুমন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও ব্যাডমিন্টন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক জাকির হায়দার মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের অন্যান্য সদস্যরা ও ব্যাডমিন্টন খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
 রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন সুমন বলেন, খেলাধুলার মধ্যে থাকলে শরীর ও মন দুটোই থাকে। বিশেষ করে ব্যাডমিন্টন খেললে শরীরের ব্যায়াম হয়। এতে শরীর ভালো থাকে। আজকে ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে এই সিজনে ব্যাডমিন্টন খেলা শুরু হবে। এখানে যারা খেলবে তাদের প্রতি অনুরোধ তোমরা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে খেলবে। ভালো খেলে রাজবাড়ীর মুখকে উজ্জ্বল করতে হবে। এই ক্লাবের সমৃদ্ধির জন্য আমার সার্বিক সহযোগিতা থাকবে।
 রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, রাজবাড়ী ব্যাডমিন্টন ক্লাব অনেক পুরাতন একটি ক্লাব। এই ক্লাব থেকে অনেক বাঘা বাঘা ব্যাডমিন্টন খেলোয়াড়দের হাতেখড়ি হয়েছে। এখান থেকে বেরিয়ে অনেকেই এখন দেশের বিভিন্ন জায়গায় খেলছে। এই ক্লাবের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আমি সবসময় পাশে থাকবো।

 বানীবহে হবি চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
জমে উঠেছে রাজবাড়ী রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন॥৩টি পদে প্রার্থী-২৭
 ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন খেলা উদ্বোধন
সর্বশেষ সংবাদ