ঢাকা রবিবার, মে ১৮, ২০২৫
দৌলতদিয়ায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২৫-০৫-১৭ ১৫:৪৬:০৯

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫নম্বর ফেরী ঘাট এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
 গতকাল ১৭ই মে রাত পৌনে ৮টার দিকে ৫নম্বর ফেরী ঘাটের অদূরে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 স্থানীয় সূত্র জানা যায়, গতকাল ১৭ই মে বিকালে পদ্মার নদীর চরে স্থানীয় জেলেরা মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ(ওসি) ত্রিনাথ সাহার নেতৃত্বে ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে তার কাছে কোন ঠিকানা বা কাগজ পত্র পাওয়া যায়নি বলে পরিচয় এবং বয়স শনাক্ত করা যাচ্ছে না। তার  বয়স আনুমানিক ৪০-৪৫ হবে।
 দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ(ওসি) ত্রিনাথ সাহা বলেন, আমরা খবর পাওয়া মাত্রই মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এছাড়া তার কাছে কোন ঠিকানা না পাওয়ায় সিআইডিকে খবর দেয়া হয়েছে, তারা এসে ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে তার পরিচয় শনাক্ত করতে পারবেন। তবে তার শরীরে কোন ক্ষত চিহ্ন নেই।

বসন্তপুরে চুরির অপবাদে বাড়ী থেকে ডেকে নিয়ে দিনমজুরকে পিটিয়ে হত্যা॥গ্রেপ্তার-৪
পাংশা শিল্প ও বণিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক
 গোয়ালন্দে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধিতে করণীয় শীর্ষক সভা
সর্বশেষ সংবাদ