রাজবাড়ী জেলার পাংশায় ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’-প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ই নভেম্বর সকালে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ ও অন্যান্যের মধ্যে পাংশা মডেল থানার পরিদর্শক(তদন্ত) ইফতেখার আলম প্রধান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রয়েল আহম্মেদ।
উদ্বোধন অনুষ্ঠানের পূর্বে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলন এবং ফায়ার সার্ভিস সদস্যদের প্যারেড অনুষ্ঠিত হয়।