ঢাকা মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬
পাংশায় ফেনসিডিলসহ এক মাদক কারবারী গ্রেফতার
  • শামীম হোসেন
  • ২০২২-১১-১৬ ১৩:৫৭:৪২

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখ(৩৯) নামে এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে। 

  গত ১৫ই নভেম্বর দুপুরে পাংশা পৌরসভার মৈশালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ফেনসিডিল পাচারের কাজে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত ফরিদ শেখ রাজবাড়ী সদর উপজেলার কাজীবাঁধা গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে। 

  পাংশা মডেল থানার এসআই দীপঙ্কর কুন্ডু জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে। গতকাল ১৬ই নভেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।   

গোয়ালন্দে ভোটারদের উদ্বুদ্ধ করতে ভোটের গাড়ীর প্রচারণা কার্যক্রম উদ্বোধন
কালুখালীতে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
পাংশায় মাদ্রাসার পাশে মুরগির খামার অপসারণের দাবিতে মানববন্ধন পালন
সর্বশেষ সংবাদ