ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় ফেনসিডিলসহ এক মাদক কারবারী গ্রেফতার
  • শামীম হোসেন
  • ২০২২-১১-১৬ ১৩:৫৭:৪২

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখ(৩৯) নামে এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে। 

  গত ১৫ই নভেম্বর দুপুরে পাংশা পৌরসভার মৈশালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ফেনসিডিল পাচারের কাজে ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত ফরিদ শেখ রাজবাড়ী সদর উপজেলার কাজীবাঁধা গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে। 

  পাংশা মডেল থানার এসআই দীপঙ্কর কুন্ডু জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে। গতকাল ১৬ই নভেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়।   

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ